Abar Phire Ele Lyrics (আবার ফিরে এলে) Arijit Singh | Dwitiyo Purush

 Abar Phire Ele Lyrics (আবার ফিরে এলে) Arijit Singh | Dwitiyo Purush



Abar Phire Ele  Song Info 

  • Song : Abar Phire Ele 
  • Movie : Dwitiyo Purush
  • Singer : Arijit Singh 
  • Music & Lyrics : Anupam Roy
  • Director : Srijit Mukherji 
  • Cinematographer : Soumik Haldar 
  • Presenters : Shrikant Mohta & Mahendra Soni 
  • Produced By : SVF Entertainment Pvt. Ltd

Abar Phire Ele Lyrics In English

You're full of pride.
Krishnakali wants to be named.
The golden line is lost.
I'm covering my eyes.

Your dictionary is
I've had a smile.
I'll be impressed again for a while.
I'm asking for a hand.

These nights without passengers
Who will be friends?
With the winter button stuck
Who will be the partner?
That stone fountain is water.
The twinkling,
A breeze
He'll avoid it.

Come back
I'm not awake.
Come back
I didn't fly in love.

Your danger is in the glass of the alley.
I knew the wings,
Meron is a mysterious island
I know what happens if You touch it.

Your chain is white.
The sign is kept in a wordless way,
Solitude doesn't know his goodbyes.
You can go away and come back.

These nights without passengers
Who will be friends?
With the winter button stuck
Who will be the partner?
That stone fountain is water.
With a twinkling,
A breeze
He'll avoid it.

Come back
I'm awake, I'm not sleeping.
Come back
I didn't fly in love.

Abar Phire Ele Lyrics In Bengali

তোমার অভিমানে ভরা
কৃষ্ণকলি নামে ধরা দিতে চায়,
পথ হারিয়ে ফেলে সুবর্ণরেখা তাই
দু'চোখ ঢেকে যাচ্ছি কে কোথায়।

তোমার অভিধানে আছে
এমন কোনো হাসি ছুঁয়ে গেছে মন,
মুগ্ধ হব আবার অল্প কিছুক্ষণ
হাতের মুঠোয় চাইছি শিহরণ।

যাত্রীহীন এই রাত্রিগুলোর
বন্ধু হবে কে?
শীতের বোতাম আটকে নিয়ে
সঙ্গী হবে কে?
ওই পাথুরে ঝর্না জলের
ঝিম ঝিম উল্লাসে,
এক নিমেষে হাওয়ার ছোবল
এড়িয়ে যাবে সে।

আবার ফিরে এলে
জেগে আছি পড়িনি ঘুমিয়ে,
আবার ফিরে এলে
ভালোবাসায় উড়েও যাইনি ফুরিয়ে।

তোমার বিপদ গলির কাঁচে
ডানা মেলে আমি জানতে পরিচয়,
মেরুন কোনো দ্বীপে থাক রহস্যময়
ছুঁয়ে দিলে কী জানি কী হয়।

তোমার শঙ্খমালার সাদায়
চিহ্ন রাখা আছে শব্দহীনতায়,
নির্জনতা জানে হয়না তার বিদায়
দূরে গিয়েও ফিরে আসা যায়।

যাত্রীহীন এই রাত্রিগুলোর
বন্ধু হবে কে?
শীতের বোতাম আটকে নিয়ে
সঙ্গী হবে কে?
ঐ পাথুরে ঝর্ণা জলের
ঝিমঝিম উল্লাসে,
এক নিমেষে হাওয়ার ছোবল
এড়িয়ে যাবে সে।

আবার ফিরে এলে
জেগে আছি, পড়িনি ঘুমিয়ে,
আবার ফিরে এলে
ভালোবাসায় উড়েও যাইনি ফুরিয়ে



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.